ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেক্সিকোয় আতশবাজি কারখানা গুদামে বিস্ফোরণ, নিহত ২৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৭, ৬ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকোয় আতশবাজি কারখানা গুদামে বিস্ফোরণ, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে আতশবাজির গুদামে দুটি বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার  রাজধানী মেক্সিকো সিটির বাইরে টালটিপেক  এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় অর্ধশত। হতাহতদের মধ্যে উদ্ধারকর্মীরাও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাজ্য সরকার এক  বিবৃতিতে জানিয়েছে, প্রথম বিস্ফোরণের পর  পুলিশ, অগ্নিনির্বাপন কর্মী ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এরপরই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এতে বলা হয়েছে, ‘প্রথম ফোনটি পেয়ে জরুরি সেবা বিভাগের কর্মীরা সেখানে ছুটে যায়। দ্বিতীয় ঘটনায়  এই গ্রুপের সদস্যরা হতাহত হয়।’

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, টালটিপেকের বাইরে ভবনগুলোর ওপর দিয়ে ধোঁয়ার কুন্ডুলি উপরে উঠছে। বিপুল সংখ্যাক অগ্নিনির্বাপনকর্মী ও উদ্ধারকর্মীদের সেখানে কাজ করতে দেখা গেছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই মারা গেছে ১৭ জন। হাসপাতালে নেওয়ার পর মারা গেছে আরো সাতজন। এছাড়া আরো ৪৯ জন আহত হয়েছে।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে  টালটিপেকের আতশবাজি মার্কেট, কারখানা ও গুদামে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।



রাইজিংবিডি/ঢাকা/৬ ‍জুলাই ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়