ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাসের চাপায় এসআই নিহত : চালক কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসের চাপায় এসআই নিহত : চালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহতের মামলায় বাসটির চালক বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। বেলাল হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

প্রসঙ্গত, রোববার বিকেল সোয়া ৪টার দিকে মিরপুরে রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় পুলিশের এসআই উত্তম কুমার নিহত হন।

জানা গেছে, অন্য দুর্ঘটনায় জব্দ করা বাসটি থানায় নিচ্ছিলেন উত্তম কুমার। তিনি মোটরসাইকেল চালিয়ে বাসটির সামনে যাচ্ছিলেন। বেলাল হোসেন বাস চালাচ্ছিলেন। এ সময় ঈগল পরিবহনের বাসটি উত্তম কুমারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওই ঘটনায় নিহতের ভাই দীপংকর বাদী হয়ে মামলা করেন।



রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়