ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২১ অক্টোবর বসছে ২৩তম সংসদ অধিবেশন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১ অক্টোবর বসছে ২৩তম সংসদ অধিবেশন

সংসদ প্রতিবেদক : আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন।  বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব দিনের কার্যসূচি শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশ সংসদ সচিবালয়ে পৌঁছায়।

এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে ২৩তম অধিবেশন তিন কার্য দিবস চলতে পারে। এই অধিবেশন সর্বোচ্চ এক সপ্তাহের বেশি চলার কথা নয়।

আগামী ২৮ অক্টোবরের পর বর্তমান সরকারের মন্ত্রিসভা ছোট করার কথা শোনা যাচ্ছে। আর এই অধিবেশনের পর জরুরি কোনো অবস্থার সৃষ্টি না হলে নতুন সরকার গঠনের পূর্বে আর কোনো অধিবেশন বসবে না। তবে রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৪ অক্টোবর ২০১৮/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়