ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রায় নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : ডিএমপি কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রায় নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে। এ রায়কে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। এ বিষয়ে নগরবাসীকে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো স্বার্থান্বেষী মহল রায়কে নিয়ে সহিংসতার চেষ্টা করলে তা দমন করা হবে। এটা আদালতের একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ। আদালত আইন মেনেই রায় দেবেন।’

ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার আরো বলেন, ‘নগরবাসীর জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত এবং সতর্ক রয়েছে। পুলিশ কোনো রাজনীতি করে না। কেউ দেশের স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তিও হতে দেওয়া হবে না। পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজমের সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।’



রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়