ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মতিঝিলে মাদকদ্রব্যের চালান

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৩০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মতিঝিলে মাদকদ্রব্যের চালান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল দিয়ে যাচ্ছিল মাদকদ্রব্যের চালান। সেটি ধরে ফেলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।

এই চালানে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় এর সঙ্গে জড়িত মং চিংদাই মার্ম নামের একজনকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার প্রধান মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল মাদকের চালানটি মতিঝিল দিয়ে যাচ্ছে। বেশ কয়েকজন পেশাদার মাদক কারবারিও আছে। এ জন্য মতিঝিল ও আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে রিমান্ডে  নেওয়া হবে।’

পুলিশ জানায়, সোমবার রাতে মতিঝিল থানার কবি জসীম উদ্দিন রোডের উত্তর মাথার ডান পাশে ফুটপাতে অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং মং চিংদাই মার্মাকে গ্রেপ্তার করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়