ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ বুধবার

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৩০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ বুধবার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা আগামীকাল (বুধবার) প্রকাশ করা হবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার দুপুর ১২টায় উপাচার্যের অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা দেখা যাবে। খসড়া ভোটার তালিকা সংশাধনীর (সংযাজন, বিয়োজন বা পরিমার্জন) জন্য আগামী ৩০ নভেম্বরের  মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া ভোটার তালিকার মূল কপি হল কার্যালয়ে সংরক্ষিত থাকবে।

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার্থে বুধবার ভোটার তালিকা হল প্রশাসনের কাছে জমা রাখা হবে, যাতে কোনো ভুল-ত্রুটি থাকলে শিক্ষার্থীরা সংশোধন করতে পারে এবং তারা যাতে ভোটার তালিকা সম্পর্কে জানতে পারে।’



রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়