ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রার্থিতা ফিরে পেতে খালেদার আপিল

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রার্থিতা ফিরে পেতে খালেদার আপিল

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট মাসুদ তালুকদার ও কাওসার কামাল নির্বাচন কমিশনে এসে আপিল করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় ব্যারিস্টার কাওসার কামালের নেতৃত্বে খালেদা জিয়ার আইনজীবীদের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে উপস্থিত হন।

গত ২ ডিসেম্বর ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়