ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই থানার ওসি প্রত্যাহারে ইসিতে ফখরুলের চিঠি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই থানার ওসি প্রত্যাহারে ইসিতে ফখরুলের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক : কুমিল্লা-৩ আসনের মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে নির্বাচনে কমিশনে দেওয়া এক চিঠিতে তিনি এই দাবি জানান। এই আসনে ধানের শীষের প্রার্থী কে এম মজিবুল হকও একই দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন।

মির্জা ফখরুল চিঠিতে উল্লেখ করেন, মুরাদনগর থানার ওসি মঞ্জুরুল আলম ও বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমানের ছত্রছায়ায় আওয়ামী লীগের সমর্তকরা বিএনপির প্রার্থী মজিবুল হকের কর্মী-ভোটারদের ওপর হামলা-মামলা, মারধর, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকরা গণসংযোগ, প্রচার চালাতে পারছেন না। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসিকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা প্রয়োজন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়