ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিতাইগঞ্জের লিটন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিতাইগঞ্জের লিটন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার লিটন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত (২) এর বিচারক রাজিয়া সুলতানা এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ও শরীফ মিয়া (পলাতক)।

অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১ডিসেম্বর দণ্ডপ্রাপ্ত এই তিন আসামি লিটনকে পূর্ব শত্রুতার জের ধরে শহরের নিতাইগঞ্জ মন্দিরের সামনে থেকে ডেকে নিয়ে খালঘাটের এক পরিত্যক্ত বাড়ির ছাদে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আসামি রফিক ও হাবিব আদালতে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এ মামলায় ১১জন সাক্ষীর সাক্ষীগ্রহণ ও জেরা শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।



রাইজিংবিডি/ নারায়ণগঞ্জ/২৭ ফেব্রুয়ারি ২০১৯/হাসান উল রাকিব/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়