ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফলোঅন নিয়ে ভাবছে না বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফলোঅন নিয়ে ভাবছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা টেস্টের নাটাই বাংলাদেশের হাতে।

টেস্ট ক্রিকেটে নবমবারের মতো পাঁচ’শ ছাড়ায় বাংলাদেশের রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ মাঠেই ২০১২ সালে করেছিল ৫৫৬ রান। এবার বাংলাদেশের স্কোর ৫০৮। পাহাড় সমান রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করেছে ৭৫ রানে।

২৯ রানে ৫ উইকেট হারানোর পর হেটমায়ার ও ডোরিচ ৪৬ রানের জুটি গড়েছেন। এখনো ৪৩৩ রানে পিছিয়ে তারা। ফলোঅন এড়াতে করতে হবে ৩০৮ রান। শেষ বিকেলে ৫ উইকেট তুলে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।   দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা ভালো জায়গায় বল করেছি আজ। সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা চেয়েছিলাম দুই-তিনটা উইকেট নিয়ে এগিয়ে যেতে। এখানে ত্রিশ মিনিটে আজ পাঁচটা উইকেট পড়েছে। এই বিষয়টা আমাদের বেশ আত্মবিশ্বাসী করছে।’

 



ফলোঅন নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এটা এখনো অনেক দূরের ব্যাপার। কালকে শুরু থেকেই নতুন পরিকল্পনা নিয়ে ভালো বোলিং করতে হবে। পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে।’

সফরকারীদের ফলোঅনে করাক আর নাই করাক ব্যাটিংয়ের পর বোলিং সাফল্যের জন্য বাড়তি দায়িত্বের কথা জানিয়েছেন সহ-অধিনায়ক, ‘আমার মনে হয় না সহজ হবে। আমাদের ভালো জায়গায় বোলিং করাটা গুরুত্বপূর্ণ, চেষ্টা করতে হবে প্রতিটি বলেই উইকেট নেওয়ার। আজকেও সাকিব আমাদের এই জিনিসটাই বলছিল। আমার মনে হয় বল আজকে কিছুটা উঠা নামা করছে। এই জিনিসগুলো তখনই কাজে লাগবে, আপনি যখন ভালো জায়গায় ভালো পরিকল্পনাতে বোলিং করবেন।’

হেটমায়ার ৩২ ও ডোরিচ ১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের মধ্যে আছেন তারা দুজনই। এরপর আসবেন টেলএন্ডাররা। ৪৬ রানের অবিচ্ছিন্ন এ জুটি ভাঙতে পারলেই ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসবে।



রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়