ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিনুকে বুকে টেনে নিলেন বাদশা

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিনুকে বুকে টেনে নিলেন বাদশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুকে বুকে টেনে নিয়ে তার সঙ্গে কোলাকুলি করেছেন।

শুক্রবার জুমার নামাজ শেষে হযরত শাহমখদুম (র.) জামে মসজিদ প্রাঙ্গণে তারা কোলাকুলি করেন। এ সময় ধানের শীষের প্রার্থী মিনুর হাতে নিজের নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন বাদশা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহমখদুম (র.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নামাজ শেষে মসজিদের সামনে স্থানীয়দের মাঝে নৌকার লিফলেট বিতরণ শুরু করেন ১৪ দলের নেতা-কর্মীরা। তখন মিনু নামাজ পড়ে বের হলে তার হাতেও নৌকার লিফলেট তুলে দেন বাদশা। এ সময় তিনি তার সঙ্গে কোলাকুলি করেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বাদশার এমন আচরণে মুগ্ধ হন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা। সদর আসনের বর্তমান এমপি বাদশা আর এ আসনের সাবেক এমপি মিনু ২০০২ সালে প্রথম সিটি নির্বাচনে মেয়র পদে একে অপরের প্রতিদ্বন্দ্বী হন।

নবম সংসদ নির্বাচনেও দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। মিনুকে হারিয়ে জয়ী হন বাদশা। দশম সংসদ নির্বাচনেও বাদশা সংসদ সদস্য হন। এবার নির্বাচনেও তিনি মহাজোটের সমর্থনে নৌকা প্রতীক নিয়ে নিয়ে লড়ছেন।



রাইজিংবিডি/রাজশাহী/১৪ ডিসেম্বর ২০১৮/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়