ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোমবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ঐক্যফ্রন্ট

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোমবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ঐক্যফ্রন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ পরিবেশ সৃষ্টির দাবি জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ১৭ ডিসেম্বর সোমবার ফ্রন্টের ১০ সদস্যের প্রতিনিধি দলের জন্য সময় চেয়েছে জোটটি।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল করিব খান রাইজিংবিডিকে জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত চিঠিটি এর আগে দেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, নির্বানকে সামনে রেখে বিরোধী দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হামলা, মামলা ও হয়রানি বন্ধের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানাবেন ঐক্যফ্রন্টের নেতারা। একই সঙ্গে নির্বাচনী মাঠে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রপতির পদক্ষেপ চাইবে জোটটি।

তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার।




রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়