ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। দীর্ঘ রাজনৈতিক সংকট কাটিয়ে রনিল বিক্রমসিংহেকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করার পর বৃহস্পতিবার তিনি এ মন্ত্রিসভার নাম ঘোষণা করলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অর্থমন্ত্রী হিসেবে মানগালা সামারাবিরাকে পুনর্নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। ১ জানুয়ারিতে সরকারের আর্থিক অচলাবস্থা এড়াতে স্বল্পমেয়াদি বাজেট ঘোষণার বিষয়টি পার্লামেন্ট বিবেচনা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে অক্টোবরের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সিরিসেনা।  ওই সময় প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সিরিসেনা। কিন্তু রাজাপাকসে পার্লামেন্টের সর্মথন না পাওয়ায় শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়।




রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়