ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এই অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরে কাজে লাগবে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এই অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরে কাজে লাগবে

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ফরম্যাটে দারুণ সিরিজ শেষ করল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটি জয়ে রাঙ্গাতে না পারলেও টেস্টে হোয়াইটওয়াশ ও ওয়ানডেতে সিরিজ জয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। আর এই আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা আগামী বছর নিউজিল্যান্ড সফরে কাজে লাগতে পারবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

উইন্ডিজের বিপক্ষে পারফরম্যান্সকে সন্তোষজনক মনে করে নান্নু বলেন, ‘হোমে তো আমরা দুইটা সিরিজ খেললাম। অনেক দিন ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ খেলতাম আমরা। সব কিছু মিলিয়ে পারফরম্যান্স অবশ্যই সন্তোষজনক। আমরা খুব সন্তুষ্ট যে একটা সমতা এসেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে। আগামীতে যেই সিরিজ গুলো আছে সেখানে এখানের অভিজ্ঞতা কাজে লাগবে। সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। যেহেতু আমাদের আগের বারের নিউজিল্যান্ড সিরিজে খারাপ অভিজ্ঞতা ছিল। আমি মনে করি এখন খেলোয়াড়রা অনেক পরিপক্ক। অনেক দিন পর আমরা তিনটা টেস্ট ম্যাচ খেলতে যাব, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তিনটা টেস্ট ম্যাচ তো আমরা সবসময় খেলতে পাই না, এটা খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জের হবে। আমি আশাবাদী যে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’

বাংলাদেশের জন্য ক্রিকেটের বিশেষ কোনো ফরম্যাটকে আলাদা গুরুত্ব দিতে রাজি নন প্রধান নির্বাচক। সব ফরম্যাটের প্রতি গুরুত্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটে সব বিভাগই গুরুত্বপূর্ণ। সেখানে উন্নতি  করতে হবে। টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, এখানে ভালো করতে হলে সব বিভাগেই ভালো করতে হবে। আমার বিশ্বাস প্লেয়াররা এই অভিজ্ঞতা কাজে লাগাবে ‘

নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে নান্নু বলেন, ‘নিউজিল্যান্ডে গত সিরিজ গুলোর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ইনশাআল্লাহ অবশ্যই ভালো করব। নিউজিল্যান্ডের জন্য পরিকল্পনা তো অবশ্যই আমাদের মাথায় আছে। আমরা টীম ম্যানেজমেন্টের সাথে বসে আলাপ করব। আমাদের একটা পরিকল্পনা আছে আমরা এটা নিয়ে বসব। যেই কন্ডিশনে যেভাবে খেলতে ওইভাবেই কিন্তু আগাতে হবে। আগামী জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই আমরা দল ঘোষণা করব।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়