ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কেউ নিরাপদ নয়’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কেউ নিরাপদ নয়’

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে যেন বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার খেলা চলছে। কখনো ম্যানচেস্টার সিটি উঠছে, আবার নেমে যাচ্ছে। কখনো লিভারপুল উঠছে শীর্ষে, আবার নেমে যাচ্ছে।

তবে এই সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছে লিভারপুল। যে ক্লাবটি ১৯৯০ সালের পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতেনি। লিভারপুল সমর্থকরা এবার হয়তো আশায় বুক বাঁধবে। কিন্তু ক্লাবটির কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন শিরোপা জয়ের দৌঁড়ে কেউ নিরাপদ নয়।

‘আসলে কেউ নিরাপদ নয়। কেউ নিরাপদ অনুভব করতে পারছেও না। কারণ কেউ নিজেদের শিরোপা জয়ের দৌড়ের বাইরে মনে করছে না। শীর্ষে থাকা পাঁচটি দলই শিরোপার স্বপ্ন দেখছে। টটেনহ্যাম ভালো খেলছে। আর্সেনাল চেলসিও ভালো খেলছে। আপনারা যেটাকে শিরোপার দৌড়ে বলছেন সেখানে এখনো অনেকেই আছে।’

তবে একটি পরিসংখ্যান লিভারপুল সমর্থকদের স্বপ্ন দেখাতে পারে। প্রিমিয়ার লিগের গেল দশ মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত যারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারাই শিরোপা জিতেছে। এবার কী তাহলে লিভারপুলের পালা?

অবশ্য স্বপ্ন ভাঙার গল্পও আছে লিভারপুলের ইতিহাসের খেড়ো খাতায়। ব্যতিক্রম ঘটেছিল ২০০৮-০৯ ও ২০১৪-১৪ মৌসুমে। সেবার বড়দিন পর্যন্ত লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শিরোপা জিততে পারেনি। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

১৮ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ৪৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দ্বিতীয় স্থানে। ৪২ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার রয়েছে তৃতীয় স্থানে। ৩৭ পয়েন্ট নিয়ে চেলসি চারে আর আর্সেনাল রয়েছে পঞ্চম স্থানে।




রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়