ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন : কামাল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন : কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভয়-ভীতি উপেক্ষা করে ভোটের দিন ভোটকেন্দ্রে এসে নিজের রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী ও ভোটারদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নির্দ্বিধায় আপনার মূল্যবান ভোট প্রয়োগ করে দেশের স্বাধীনতা এবং আপনাদের মালিকানা নিশ্চিত করুন।’

তিনি বলেন, ‘আজ ঐক্যফ্রন্টের ভরসা দেশের জনগণ তথা আপামর ভোটার। যারা অতীতে কখনো ভুল করেননি, তারা এবারও ভুল করবেন না। সব ধরনের ভীতি-শঙ্কাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে এ দেশের বীর জনতা ৩০ ডিসেম্বরের ভোটযুদ্ধে চলমান আগ্রাসন মোকাবিলা করে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে গণতন্ত্রের মুক্তির জন্য, দেশের মালিকানা জনগণ ফিরে পাওয়ার লক্ষ্যে আমাদের স্বাধীনতার অর্জনকে অর্থবহ করে তুলবেন।’

ড. কামাল বলেন, ‘অজস্র বাধা-বিপত্তি, হামলা, মামলা, অগ্নিসংযোগ, গুলি, বোমাবাজি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, পুলিশের দলীয় ক্যাডারের মতো বিরোধীদলীয় প্রার্থী ও নেতাকর্মীদের ওপর অব্যাহত অন্যায় আচরণ, গায়েবি মামলা, বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি, পাইকারি হারে ধরপাকড়-গণগ্রেপ্তার সত্ত্বেও সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘দেশবাসী দীর্ঘ ১০ বৎসর পর আগামী ৩০ ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিভিন্নভাবে আক্রান্ত হওয়া সত্বেও তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে দেশবাসীর মধ্যে যে গণজোয়ার সৃষ্টি করেছেন, আমি আশা করি, আগামী ৩০ ডিসেম্বর এ দেশের ভোটাররা তাদের সুচিন্তিত মতামত ধানের শীষের পক্ষে প্রদান করে বহু আকাঙ্ক্ষিত পরিবর্তন সাধনে মূল্যবান অবদান রাখবেন।’

ধানের শীষ প্রতীকের প্রার্থী, নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে, অভিযোগ করে তিনি বলেন, ‘অভিযানে সরকারের প্রশাসন, আইন-আদালত, পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী, সর্বোপরি নির্বাচন কমিশন যুক্ত। সম্মিলিত সকল প্রতিরোধ মোকাবিলা করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে টিকে আছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়