ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৮৬৬ মিনিট পর হিগুয়াইনের গোল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮৬৬ মিনিট পর হিগুয়াইনের গোল

ক্রীড়া ডেস্ক : গোল করতেই যেন ভুলে গিয়েছিলেন গঞ্জালো হিগুয়াইন! এসি মিলানের জার্সিতে মাঝে ৯ ম্যাচ কেটে গেলেও গোল পাচ্ছিলেন না এই আর্জেন্টাইন স্ট্রাইকার। অবশেষে ৮৬৬ মিনিট পর তিনি গোলের দেখা পেলেন।

হিগুয়াইনের পাশাপাশি গোল-খরা কাটিয়েছে তার দল মিলানও। চার ম্যাচ পর গোল পেয়েছে তারা। শনিবার রাতে সিরি ‘আ’তে স্পালকে ২-১ গোলে হারিয়েছে মিলান।

প্রথমার্ধ শেষে ১-১ সমতায় ছিল দুই দল। ৬৪ মিনিটে মিলানের জয়সূচক গোলটা করে খরা কাটান হিগুয়াইন। আর্জেন্টাইন এই স্ট্রাইকার সবশেষ গোল করেছিলেন গত ২৮ অক্টোবরে সাম্পদোরিয়ার সঙ্গে ৩-২ গোলে জয়ের ম্যাচে।

দুই মাস পর পাওয়া গোলের কৃতিত্বটা কোচ গেনারো গ্যাট্টুসোকে দিয়েছেন হিগুয়াইন, ‘গ্যাট্টুসো সব সময় আমার ওপর বিশ্বাস রেখেছে, আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। সে যা ভেবেছে, তা সব সময় আমাকে সরাসরি বলেছে। এই গোলের পুরো কৃতিত্ব তার।’

দলের বাজে পারফরম্যান্সের কারণে গ্যাট্টুসোর ওপর চাপ বেড়ে গিয়েছিল। সতীর্থদের তাই কোচের পাশে থাকার আহ্বান হিগুয়াইনের, ‘পুরো মৌসুমেই আমি যেন শুনতে পাই মিলানের ড্রেসিংরুমের সবাই গ্যাট্টুসোর পাশে আছে।’



রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়