ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ ।

শীতের সকাল উপেক্ষা করে রাজধানীর ভোটাররা সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন। কোনো কোনো কেন্দ্রে সকালেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে  কেন্দ্রে ভোট দেয়ার অপেক্ষা করছেন ভোটাররা। আবার কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি একটু কম। তবে দুপুরের পর ভোটার সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সকালে রাজধানীর  বিভিন্ন এলাকা  ঘুরে  দেখা গেছে, ঢাকা-১১ আসনের কেন্দ্র-৪  রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার  দুই হাজার দুইশ ৭৪ জন । সকাল ৯টা  পর্যন্ত  কেন্দ্রে  ২১৭ জন ভোটার ভোট দেন বলে জানান প্রিজাইডিং অফিসার মহসিন মিয়া।

তিনি জানান, এ কেন্দ্রে মোট চারটা বুথ রয়েছে। এর  মধ্যে তিনটা  বুথে প্রায় সব প্রার্থীর এজেন্ট উপস্থিত আছে। তবে একটি বুথে ঐক্যফ্রন্টের এজেন্ট অনুপস্তিত। এখন  পর্যন্ত  কেউ কোন অভিযোগ করেনি।

বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র- ২৩ এ তিন হাজার একশ ৫৪ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোট  দিয়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার  মাকসুদ আলম।  তিনি বলেন, দুপুরের পর  ভোটার সংখ্যা  বাড়বে  বলে আশা করছি। এ  কেন্দ্রে  সব দলে এজেন্ট  উপস্থিত  আছে বলেও জানান তিনি।  

আল জামিয়াতুল ইসলামিয়া  নিফতাহুল উলুম ও বাড্ডা (বরকতপুর) এতিমখানা কেন্দ্র  -১০৫ এ ভোটারদের  ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখানে ভোটার সংখ্যা ২৬২৯  জন। এদের মধ্যে  সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬১০ জন ভোট দেন। এখানে প্রায় আড়াইশ জন ভোটারকে লাইনে দাঁড়িয়ে  থাকতে  দেখা গেছে। ওই একই প্রতিষ্ঠানে ১০৪ কেন্দ্রে ভোটার দুই হাজার সাতশ ৭৯ জন  বলে জানান প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন।

ঢাকা- ১৭  আসনে মানারাত ঢাকা  ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২০৮৮ জনের মধ্যে ২৫০ জন ভোট দেন বলে জানান প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রুহুল আমীন।  তিনি বলেন, এখানে বিএনপির কোন এজেন্ট  আসেনি। নৌকা ও লাঙ্গলের এজেন্ট উপস্থিত আছে বলে জানান তিনি। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরের পর ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন মোহাম্মদ রুহুল আমীন । এখানেও কোন অভিযোগ পাওয়া যায়নি।

একই প্রতিষ্ঠানে ৬১ নম্বর কেন্দ্রে সকাল  সাড়ে  ১০টা পর্যন্ত দুই হাজার পাঁচশ ৯১ জনের মধ্যে ৩৫০ জন ভোট দেন  বলে জানান প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান।

ষাটোর্দ্ধ বয়সী মনির হোসেন ভোট দেন। এরপর তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট  দিয়েছি। কোন রকমের  ঝামেলা হয়নি। ভোটের পরিবেশ খুব ভাল বলে জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ডিসেম্বর ২০১৮/এম এ রহমান/নাসির/আরিফ সাওন/মামুন খান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়