ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিপুল ভোটে জয়ী মাশরাফি

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপুল ভোটে জয়ী মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : নড়াইল-২ আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে মাশরাফি ২ লাখ ৭১ হাজার ২ শত ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮ শত ৮৩ ভোট।

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী (হাতপাখা) এসএম নাছির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (রব গ্রুপ) ফকির শওকত আলী (তারা) ৩০ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী (মিনার) মাহাবুবুর রহমান ১২০ ভোট পেয়েছেন।

এর আগে রোববার বেলা একটার দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মাশরাফি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুমনা হক সুমি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভোট দেওয়ার পর মাশরাফি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘নতুন করে চ্যালেঞ্জের কিছু নেই। খেলা যেমন চ্যালেঞ্জ এটাও তেমনি এক চ্যালেঞ্জ।’ নির্বাচনে তার জন্য কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/সাইফ/এনএ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়