ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে ৫টি আসনের সবকটিতে মহাজোটের প্রার্থী জয়ী

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে ৫টি আসনের সবকটিতে মহাজোটের প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্য সবকয়টি আসনেই মহাজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) নৌকা প্রতীক নিয়ে ১২৭টি কেন্দ্রে ২ লাখ ৩৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে জয়লাভ করছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী মনির ধানের শীষ প্রতীক নিয়ে ২১ হাজার ৪৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে মহাজোট প্রার্থী নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীক নিয়ে ১১৩টি কেন্দ্রে ২ লাখ ৩৬ হাজার ৮২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে ৫ হাজার ১৫২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীক নিয়ে ১১৮টি কেন্দ্রে ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে ১৮ হাজার ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী এ কে এম শামীম ওসমান নৌকা প্রতীক নিয়ে ২১৬টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী ধানের শীষ প্রতীক নিয়ে ৭৬ হাজার ৫৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট প্রার্থী এ কে এম সেলিম ওসমান লাঙ্গল প্রতীক ১৭১টি কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার ৫৩৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম ধানের শীষ প্রতীক নিয়ে ৫১ হাজার ৯৮৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।




রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৩১ ডিসেম্বর ২০১৮/হাসান উল রাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়