ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করণীয় নির্ধারণে বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করণীয় নির্ধারণে বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : নির্বাচনের ফল প্রত্যাখ্যা‌নের পর পরবর্তী করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নি‌তে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ম‌তি‌ঝি‌লে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণ‌ফোরামের সভাপ‌তি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হবে।

বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্র‌মিক জনতা লী‌গের সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত থাকবেন।

ঐক্যফ্রন্টের বৈঠকের আগে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির ও ২০ দলীয় জো‌টের শীর্ষ নেতা‌দের পৃথক বৈঠক হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ফল অনুযায়ী, ২৯৮টি আসনের ম‌ধ্যে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া, জাতীয় পার্টি (জাপা) ২০টি, বিএনপি পাঁচটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তিনটি এবং জাসদ, বিকল্পধারা ও গণফোরাম দুটি করে আসন পে‌য়ে‌ছে।




রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৩১ ডি‌সেম্বর ২০১৮/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়