ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার স্মৃতি মান্দানা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার স্মৃতি মান্দানা

ক্রীড়া ডেস্ক : আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্মৃতি মান্দানা। ২০১৮ সালে মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও উঠেছে ভারতের এই ওপেনারের হাতে।

বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার র‍্যাচেল হেহো ফ্লিন্ট অ্যাওয়ার্ড জেতা মান্দানা আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন।

পুরস্কারের জন্য খেলোয়াড়দের ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই সময়ে ১২ ওয়ানডেতে ৬৬৯ ও ২৫ টি-টোয়েন্টিতে ৬২২ রান করেন মান্দানা।

ভারতকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও বড় অবদান ছিল মান্দানার। বাঁহাতি এই ব্যাটার টুর্নামেন্টে পাঁচ ম্যাচে করেন ১৭৮ রান। বর্তমানে আইসিসি মেয়েদের ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চারে ও টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি দশ নম্বরে আছেন।

মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি। আর ইংল্যান্ডের সোফিয়া ইসলেস্টন হয়েছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়