ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে বুমরাহ-কামিন্স

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে বুমরাহ-কামিন্স

ক্রীড়া ডেস্ক : মেলবোর্ন টেস্টে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন দুই পেসার ভারতের জাসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দুজনই আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন।

রোববার শেষ হওয়া মেলবোর্ন টেস্টে ভারতের ১৩৭ রানের জয়ে ৮৬ রানে ৯ উইকেট নেন বুমরাহ। সোমবার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন ডানহাতি এই পেসার।

ম্যাচে ৯ উইকেট নেন কামিন্সও। অস্ট্রেলীয় ডানহাতি পেসার পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েরও উন্নতি হয়েছে তার, ১৩ ধাপ এগিয়ে আছেন ৯১তম স্থানে।

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ক্রাইস্টচার্চ টেস্ট ও দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সেঞ্চুরিয়ন টেস্টের পারফরম্যান্সের প্রতিফলনও পড়েছে নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ৪২৩ রানের রেকর্ড জয়ের ম্যাচে ৯ উইকেট নেন পেসার ট্রেন্ট বোল্ট। সাত ধাপ এগিয়ে তিনি আছেন সপ্তম স্থানে। অন্য দুই কিউই পেসার টিম সাউদি দুই ধাপ এগিয়ে নবম ও নেইল ওয়াগনার এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছেন।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে জয়ের ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার ডুয়ানে অলিভিয়ের ১৭ ধাপ এগিয়ে ৩৬তম, পাকিস্তানের মোহাম্মদ আমির দুই ধাপ এগিয়ে ৩৪তম, শাহিন শাহ আফ্রিদি ৩৮ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে আছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে সরিয়ে শীর্ষে ওঠার পর ১৭৮ দিন ধরে চূড়ায় আছেন তিনি। দুজনের পয়েন্টের ব্যবধান অবশ্য মাত্র ছয়, রাবাদার ৮৮০, অ্যান্ডারসনের ৮৭৪। সেঞ্চুরিয়নে ৬টিসহ এ বছর ১০ টেস্টে রাবাদা নিয়েছেন ৫২ উইকেট।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মেলবোর্নে প্রথম ইনিংসে ৮২ রান করার পরও তিনি তিন পয়েন্ট হারিয়েছেন। তবে দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের (৮৯৭) চেয়ে এখনো ৩৪ পয়েন্ট এগিয়ে আছেন কোহলি (৯৩১)। গত আগস্টে স্টিভ স্মিথকে সরিয়ে তিনি শীর্ষে ওঠেন।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা চেতেশ্বর পূজারা চতুর্থ স্থান ধরে রেখেছেন। উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত দশ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৮তম এবং অভিষেকে ৭৬ ও ৪২ রান করা মায়াঙ্ক আগারওয়াল ৬৭তম স্থান দিয়ে র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে হেনরি নিকোলস দুই ধাপ এগিয়ে সপ্তম, টম ল্যাথাম আট ধাপ এগিয়ে ১৪তম ও জিত রাভাল দুই ধাপ এগিয়ে ৩৫তম স্থানে আছেন।

দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা তিন ধাপ এগিয়ে ১১তম, টেম্বা বাভুমা চার ধাপ এগিয়ে ৩১তম, পাকিস্তানের বাবর আজম নয় ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা তিনে নেমে গেছেন। জেসন হোল্ডার তাই দুইয়ে উঠেছেন। কামিন্স তিন ধাপ এগিয়ে সাতে আছেন। আর সবার ওপরে আছেন যথারীতি সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতে দলীয় র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকাকে (১০৬ পয়েন্ট) টপকে তিনে উঠেছে নিউজিল্যান্ড (১০৭ পয়েন্ট)। ২-০ তে সিরিজ জিততে পারলে ইংল্যান্ডকে (১০৮ পয়েন্ট) পেছনে ফেলে দুইয়ে উঠে যেত কিউইরা। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ৬৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়