ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পথে পথে দুর্ভোগ

উজ্জল বিশ্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পথে পথে দুর্ভোগ

যানবাহন সঙ্কটে পায়ে হেটেই গন্তব্যে যাচ্ছেন মানুষ। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা ছবি

ডেস্ক রিপোর্ট : পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে সারাদেশ। অনেক এলাকায় ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দেওয়া হয়েছে।

এতে দুর্ভোগে পড়তে হয়েছে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েছে। দুর্ঘটনার জন্য দায়ী চালকের সাজার প্রতিবাদে দেশব্যাপী পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে এ চিত্র লক্ষ্য করা গেছে। ধর্মগটে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।


রাস্তায় গণপরিবহন নেই। তাই একটি সিএনজি অটোরিকশা দেখা মাত্র হুমড়ি খেয়ে পড়ে লোকজন। ছবিটি বুধবার দুপুরে কারওয়ান বাজার এলাকা থেকে তোলা

 

যানবাহন না থাকায় দূরের যাত্রীদের শেষ ভরসা ট্রেন। কিন্তু সেখানেও ঠাঁই নেই। ভেতরে-বাইরে এভাবেই যাত্রী বোঝাই করে চলছে ট্রেন। বুধবার সকালে গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে তোলা ছবি 

 

চট্টগ্রামে নগরবাসীকে দুর্ভোগে ফেলে গণপরিবহনের পাশাপাশি  ব্যক্তিগত যানবাহনও চলাচল করতে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা। মহসড়কে অবস্থান নিয়ে চলাচলে বাধা দিচ্ছে। বুধবার সকালে নগরীর সিটি গেট এলাকায় এভাবেই প্রাইভেট কার আটকে দেয় শ্রমিকরা

 


রাজশাহীর সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা মোড়ে অবস্থান নিয়েছে। গণপরিবহন শূন্য রাজশাহীর একটি সড়ক। বুধবার সকালে নগরীর তালাইমারী মোড় থেকে তোলা ছবি

 


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা

 


লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শ্রমিকরা। বুধবার সকালে পৌর বাস টার্মিনাল এলাকায় একটি প্রাইভেটকার আটকে দেয় তারা

 


অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ময়মনসিংহে পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়েছে

 


গোপালগঞ্জে গণপরিবহন বন্ধ থাকায় নিরুপায় মানুষ পায়ে হেটেই গন্তব্যে যাচ্ছেন

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৭/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়