ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে : বিসিবি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৩১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে : বিসিবি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও মুস্তাফিজুর রহমান

ক্রীড়া প্রতিবেদক : বৃহস্পতিবার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত খবর- মুস্তাফিজ এবারের আইপিএলে নাও খেলতে পারেন। শুক্রবার মুস্তাফিজ এ বিষয়ে মুখ খোলেন। তিনি জানান ভারতের সংবাদ মাধ্যমকে আইপিএলে না খেলার কোনো কথা বলেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তিপত্র দিলে তিনি অবশ্যই আইপিএলে খেলবেন। কারণ, সেখান থেকে তার অনেক কিছু শেখার আছে।

শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ফিট থাকলে মুস্তাফিজকে আইপিএলে খেলতে যেতে ছাড়পত্র দেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে শততম টেস্ট জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।

৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের দশম আসর। মুস্তাফিজ অবশ্য জাতীয় দলের হয়ে খেলার কারণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে সেখান থেকেই তার ভারত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসানও শ্রীলঙ্কা থেকে ভারত যাবেন। যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়