ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৩, ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের ইব্রাহিমাবাদ রেলস্টশনের কাছে পাথাইলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার পর রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার জন্য টাঙ্গাইলের ঘারিন্দা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুদরবন এক্সপ্রেস, ঈশ্বরদী, লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে না পৌঁছায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।



রাইজিংবিডি/টাঙ্গাইল/৬ এপ্রিল ১৭/শাহরিয়ার সিফাত/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়