ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর ভারত সফর

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ভারত সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর শনিবার হায়দরাবাদ হাউস থেকে বের হয়ে এক গাড়িতে দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাইজিংবিডি ডেস্ক :  ভারতে চারদিনের সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে পৌঁছান। শনিবার নয়াদিল্লিতে ব্যস্ত সময় কাটান তিনি।

সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে একান্ত বৈঠক ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি।

 

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

 


নয়াদিল্লীতে ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়

 


নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে বৈঠকের প্রাক্কালে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

 


ভারতে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা

 


বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণ উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

 


১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনা সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদান করেন শেখ হাসিনা

 


ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

ছবি : নরেন্দ্র মোদির টুইট, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়


 

রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়