ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবারও যুক্তরাষ্ট্রে ক্যারিবিয়ান লিগ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারও যুক্তরাষ্ট্রে ক্যারিবিয়ান লিগ

২০১৬ সালে সিপিএলের ছয়টি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক :  আগামী আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চারটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

এ ব্যাপারে আইসিসির অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছে সিপিএল কর্তৃপক্ষ। ম্যাচগুলো হবে ফ্লোরিডায় লডারহিল স্টেডিয়ামে। যেটি এখন যুক্তরাষ্ট্রে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি অনুমোদন পাওয়া একমাত্র স্টেডিয়াম। এই মাঠেই গত সিপিএলের ছয়টি ম্যাচ হয়েছিল।

সিপিএল শুরু হবে আগামী ৪ আগস্ট। শেষ হবে ১০ সেপ্টেম্বর। ৫ ও ৬ আগস্ট প্রতিদিন দুটি করে চারটি ম্যাচ লডারহিল স্টেডিয়ামে হতে পারে। এখনো প্রতিযোগিতার সূচি ঘোষণা করেনি সিপিএল কর্তৃপক্ষ।

এবারের সিপিএলে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। গতবার জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলা সাকিব আল হাসান এবারও একই দলেই আছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এটি হবে মিরাজের প্রথম সিপিএল। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়