ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চুয়াডাঙ্গায় দাবদাহের পর ভারি বর্ষণ

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় দাবদাহের পর ভারি বর্ষণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলায় দাবদাহের পর বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি এসেছে।

বুধবার রাত সাড়ে ৮টা থেকে সোয়া ১২টা পর্যন্ত টানা প্রায় ৪ ঘণ্টা ভারি বর্ষণ হয়। এ বছর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পর বুধবার রাতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টির কারণে জনমনে স্বস্তি আসলেও শহরের সড়কে পানি জমে যায়। পরে অবশ্য পানি নেমে যায়। বৃষ্টির সঙ্গে ঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক সাইদুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকে সোয়া ১২টা পর্যন্ত টানা বর্ষণ হয়। এতে জেলায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরো জানান, গত বছর ৯ মার্চ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই বছরের আগষ্ট মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। যা ছিল ১৬৫ মিলিমিটার।




রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২০ এপ্রিল ২০১৭/এম এ মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়