ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন ঢাকা মহানগরী ফুটবলের সেমিফাইনাল আজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ঢাকা মহানগরী ফুটবলের সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক : ২৭ জুলাই থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় ‘ওয়ালটন প্রথম ঢাকা মহানগরী ফুটবল টুর্নামেন্ট-২০১৭।’ ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। আজ শনিবার থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল।

প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট।

গ্রুপপর্ব থেকে সেমিফাইনালে উঠেছে ড. ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র, শান্তিনগর ক্লাব, আজমপুর ফুটবল ক্লাব উত্তরা ও বিকেএসপি।

আজ দুপুর ২টায় কমলাপুর স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ড. ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ও আজমপুর ফুটবল ক্লাব। আর বিকেল ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বিকেএসপি ও শান্তিনগর ক্লাব।

ওয়ালটন প্রথম ঢাকা মহানগরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১০ আগস্ট হওয়ার কথা থাকলেও সেটি হবে ১৩ আগস্ট বিকেল চারটায়। ফাইনালের ভেন্যুও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ১ লাখ ও রানার্স-আপ দল ৫০ হাজার টাকা প্রাইজমানি পাবে।

ওয়ালটন প্রথম ঢাকা মহানগরী ফুটবল টুর্নামেন্টে যেসব দল অংশ নিয়েছে :

‘ক’ গ্রুপে - টাঙ্গাইল ফুটবল একাডেমি, ড. ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ও আছাদুজ্জামান ফুটবল একাডেমি।

‘খ’ গ্রুপে - মনসুর স্পোর্টিং ক্লাব, শান্তিনগর ক্লাব ও আরাফ স্পোর্টিং ক্লাব।

‘গ’ গ্রুপে - আজমপুর ফুটবল ক্লাব উত্তরা, মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাব ও বাফুফে অ-১৬ একাদশ।

‘ঘ’ গ্রুপে - বিকেএসপি, রেইনবো অ্যাথলেটিক ক্লাব ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৭/আমিনুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়