ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

উজ্জল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

ফরিদপুরে শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট : নানা আয়োজনের মধ্যে দিয়ে  বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হচ্ছে। কর্মসূটির মধ্যে রয়েছে আলোচনা সভা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কেক কাটা প্রভৃতি। প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খরব-

 

ফরিদপুর : ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে র‌্যালির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা। পরে কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবুল চন্দ্র সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

 

ঝিনাইদহ : জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে  আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, প্রাক্তন ছাত্রলীগ নেতা অশোক ধর, খায়রুল ইসলাম, বিশ্বজিৎ সাহা মিথুন প্রমুখ।

 

সিরাজগঞ্জে র‌্যালি

 

সিরাজগঞ্জ : শহরের বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।

 

বাগেরহাটে র‌্যালি

 

বাগেরহাট: শহরের রেলরোডের দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। পরে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, আওয়ামী লীগ নেতা অম্বরিষ রায়, ইবনে মিজান হিরু, যুবলীগ নেতা লিটন সরকার, ছাত্রলীগ নেতা সরদার নাহিয়ান আল সুলতান প্রমুখ।

 

গোপালগঞ্জে কেক কাটা হচ্ছে

 

গোপালগঞ্জ : গোপালগঞ্জসরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের  হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি এস এম দ্বীন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৭/উজ্জল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়