ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিএনপির মূল উদ্দেশ্য নির্বাচন নয়, অছিলা তৈরি করা’

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপির মূল উদ্দেশ্য নির্বাচন নয়, অছিলা তৈরি করা’

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির মূল উদ্দেশ্য নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য একটি অছিলা তৈরি করা।

শনিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে না পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে হাসানুল হক ইনু বলেন, ‘সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে।’ 

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বিরোধিতা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না। নির্বাচন কমিশন গঠনের এক দিনের মাথায় বিএনপি এই কমিশনকে প্রত্যাখ্যান করে যে বক্তব্য দিয়েছে তা দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে যোগ দেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/ ১১ ফেব্রুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়