ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধর্মের কারণে বিভক্তি নয় : জয়

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্মের কারণে বিভক্তি নয় : জয়

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রথমে এবং সর্বাগ্রে আমরা হলাম বাঙালি। ধর্মের কারণে আমাদের মাঝে বিভক্তি আসতে দেওয়া যায় না।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি একথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আজ এই শহীদ দিবসে, আসুন আমরা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করি। এই আত্মত্যাগই চূড়ান্তভাবে বাংলাদেশকে স্বাধীনতার দিকে ধাবিত করেছে। আজ এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের ভাষা ও ঐতিহ্যকে সমুন্নত রাখবো।

প্রথমে এবং সর্বাগ্রে আমরা হলাম বাঙালি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনিশ্বরবাদী সবাই বাঙালি। ধর্মের কারণে আমাদের মাঝে বিভক্তি আসতে দেওয়া যায় না।’



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়