ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মিরাজ অশ্বিন নয়’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মিরাজ অশ্বিন নয়’

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : প্রশ্নটা গল টেস্টের তৃতীয় দিনেও একবার করা হয়েছিল। মেহেদী হাসান মিরাজকে আপনি কেমন দেখছেন? দলের কোচ চন্ডিকা হাথরুসিংহকে এ প্রশ্ন করার পর বলেছিলেন, ‘মিরাজ এখনও অশ্বিন হয়ে উঠেনি।’ আজও কলম্বোর পি. সারা ক্রিকেট স্টেডিয়ামে চন্ডিকা হাথুরুসিংহের সামনে একই প্রশ্ন।

মিরাজকে কেমন দেখছেন? ওর বোলিং ওর আক্রমণাত্মক ব্যাটিং? আজও চন্ডিকা বললেন, ‘মিরাজ এখনও অশ্বিন হয়ে উঠেনি।’ তবে আজ মিরাজের ব্যাটিং নিয়ে একটু বাড়তি কথা বললেন গুরু হাথুরুসিংহে, ‘ওর আক্রমণাত্মক ব্যাটিং উদ্বিগ্ন করার মত বিষয়। আক্রমণাত্মক ক্রিকেটের চিন্তা ওর ভেতরে আছে। আমরা ওর এই গুণটি হারাতে চাচ্ছি না। তবে তাকে টেস্ট ম্যাচের প্রথম ও চতুর্থ দিনের পার্থক্য বুঝতে হবে।’

ভারতের স্পিন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন সাম্প্রতিক সময়ে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দারুণ করছেন। অফস্পিনে মিরাজ সেই জায়গাটি ছুঁয়ে ফেলবে বলে বিশ্বাস ক্রিকেটবোদ্ধাদের। হাথুরুসিংহে চান ডানহাতি স্পিন অলরাউন্ডার মিরাজ হয়ে উঠুক অশ্বিনের থেকেও বড় কিছু। এদিকে ইনজুরি ফেরত মুস্তাফিজের বোলিংয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘নিউজিল্যান্ডের থেকে এখানে ও ভালো বোলিং করেছে। সে তার গতি ফিরে পেয়েছে। চতুর্থ দিনে সে অনেকগুলো কাটার মেরেছে এবং সিমের উপর বোলিং করেছে। ও বুদ্ধিমান ক্রিকেটার এবং সে ম্যাচ পরিস্থিতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে।’

 

রাইজিংবিডি/কলম্বো(গল)/১২ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়