ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিটি সেক্টরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিটি সেক্টরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক : খ্যাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সাংবিধানিক অধিকার। তাই উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি সেক্টরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে 'এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব এগ্রিকালচার সেক্টর' আয়োজিত অর্গানিক ফুড : নিউ এরা অব এগ্রি বিজনেস শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্য রপ্তানিতে চতুর্থ অবস্থানে রয়েছি এবং দেশের জনগনকে খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। এখন কাজ করছি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে।

সভায় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ অর্গানিক ফুড সেক্টরে ১৫ শতাংশ ভর্তুকির দাবি জানালে মন্ত্রী বলেন, আপনাদের ১৫ শতাংশ ভর্তুকির দাবি পূরণ করা হবে।

খাদ্যে ভেজালকরীদের হুশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ভেজাকারীদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন  বাংলাদেশ এগ্রো ফুড প্রসেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর মো. মোসলেম আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রো ফুড প্রসেস অ্যাসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, আয়োজক সংগঠনের চেয়ারম্যান ইসহাকুল হোসেন সুইট, পরিচালক শামীম আহমেদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ