ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘তিস্তার পানি চাই, ফারাক্কার পুনরাবৃত্তি নয়’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তিস্তার পানি চাই, ফারাক্কার পুনরাবৃত্তি নয়’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা তিস্তার পানি চাই, ফারাক্কার পুনরাবৃত্তি চাই না।’

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে ‘স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার ভূমিকা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। আমরা চাই তিনি অভিন্ন ৫৪টি নদীর ন্যায়সঙ্গত দাবি যাতে পাই সেটা নিয়ে আলোচনা করেন।’

তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সীমান্তে বেআইনিভাবে মানুষ হত্যা যেন না হয় সেটা নিশ্চিত করুন।’

বিএনপির এই নেতা সম্প্রতি আশকোনায় র‌্যাবের অস্থায়ী একটি ক্যাম্পে জঙ্গি হামলার প্রসঙ্গে বলেন, ‘র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর মো. হানিফ মৃধার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘পরিবার ও র‌্যাবের বক্তব্যের মধ্যে আসলে কোনটি সত্য? পরিবারের দাবি সত্য হলে আমরা কোন দেশে বাস করছি। আমাদের সত্য উদঘাটন করতে হবে।’

আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি প্রমুখ।




রাইজিংবিডি/ ঢাকা/২০ মার্চ ২০১৭/হাসিবুল/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়