ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গণহত্যা দিবস উপলক্ষে দুটি সমাবেশ করবে ১৪ দল

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণহত্যা দিবস উপলক্ষে দুটি সমাবেশ করবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে রাজধানী ও এর বাইরে সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। ২৫ মার্চ সকাল ১১টায় রাজধানীর মিরপুর ১০ নম্বরে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাবেশ করা হবে। ৩০ মার্চ যশোরের চুপনগর বধ্যভূমিতে বিকেল ৩টায় কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ হবে।

তিনি আরো বলেন, দেশব্যাপী জঙ্গি তৎপরতা প্রতিরোধে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করব। পরবর্তী বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

মোহাম্মদ নাসিম জানান, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় ১৪ দলের প্রার্থী আঞ্জুম আরা সীমার পক্ষে নির্বাচনী প্রচারণার লক্ষ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি দল শিগগিরই সেখানে যাবে।

দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, ড. আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির নাজমুল হক প্রধান, আনিসুর রহমান মল্লিক, জাসদের শিরীন আকতার, মঈনউদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায় প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়