ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লন্ডনে সন্ত্রাসী হামলায় খালেদা জিয়ার নিন্দা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লন্ডনে সন্ত্রাসী হামলায় খালেদা জিয়ার নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও নিরীহ পথচারী যারা নিহত ও আহত হয়েছেন, তাতে বেদনার্ত যুক্তরাজ্যবাসীর মতো আমিও সমব্যথী। ধৈর্য ও সাহসিকতার সাথে এই সন্ত্রাসী ঘটনা মোকাবিলা ও অপরাধীদের শাস্তি বিধানে যুক্তরাজ্য সরকার সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।’

বিএনপি যুক্তরাজ্যের পাশে থাকবে জানিয়ে তিনি এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।

সন্ত্রাসীরা মানবজাতির শত্রু মন্তব্য করে তিনি বলেন, ‘এদের দমন করতে এই মুহূর্তে বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নইলে মানবসম্প্রদায় এক দিশাহীন গাঢ় অন্ধকারের মধ্যে নিপতিত হবে।’

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘পুলিশসহ নিহত নিরীহ পথচারীদের পরিবার-পরিজনসহ নিকটজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার জন্য যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। অশুভ নেটওয়ার্ক দ্রুত খুঁজে বের করে এর সাথে জড়িত অপরাধীরদের শাস্তি নিশ্চিত হবে বলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়