ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাস জমি ভূমিহীনদের বরাদ্দের দাবি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাস জমি ভূমিহীনদের বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক : দেশের সব খাস জমি চিহ্নিত করে তা ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার রাজধানীর মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলাচনা সভায় তিনি এ দাবি জানান।

সিপিবি সভাপতি বলেন, ভূমিহীনদের ভাত-কাপড়ের কিছুটা সংস্থান হলেও তাদের বসতভিটা ও কৃষি জমি নেই। তাই দেশের সব খাস জমি চিহ্নিত করে তা ভূমিহীন ক্ষেতমজুরদের মধ্যে বরাদ্দ দিতে হবে।

ভূমিহীনরা যাতে এ জমি চাষ করতে পারে সেজন্য জামানতবিহীন ঋণ দেওয়ার দাবি জানান মুজাহিদুল ইসলাম সেলিম। 

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা যতদিন শোষক শ্রেণির হাতে কুক্ষিগত থাকবে ততদিন ক্ষেতমজুরসহ এ দেশের সাধারণ মানুষের মুক্তি আসবে না। গ্রামাঞ্চলে গরিব-মেহনতী মানুষদের সেই সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।

ক্ষেতমজুর সমিতির সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ক্ষেতমজুর সমিতির সহ-সভাপতি ছৈয়দ আহমেদ, সংগঠনের প্রাক্তন সভাপতি শামছুজ্জামান সেলিম, সদস্য লোকনাথ বর্মন, সাভারের নজরুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়