ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপি নির্বাচনে এলে আ.লীগের ভয় : মোশাররফ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি নির্বাচনে এলে আ.লীগের ভয় : মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘নির্বাচনে অংশ নিয়ে জনগণ বিএনপিকেই ভোট দেবে। এজন্য আওয়ামী লীগ ভয় পেয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করতে চায়।’

বুধবার দুপুরে রাজধানীর কচি কাঁচার মেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বিএনপি একাদশতম জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটি রূপরেখা দেবে, এ কথা জানিয়ে দলটির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ‘এর অধীনেই বিএনপি নির্বাচনে যেতে চায়। সেই নির্বাচনে দেশের জনগণ খালেদা জিয়া ও বিএনপিকে ভোট দেবেন। আর এটাই হচ্ছে আওয়ামী লীগের ভয়। তাই আওয়ামী লীগ চেষ্টা করছে জনগণের ভোট ছাড়া কীভাবে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকা যায়।’

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে সম্প্রতি দেশে জঙ্গি হামলার একটি ঘটনা শেষ হতে না হতেই আরেকটি ঘটনা কীভাবে শুরু হচ্ছে?’

বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, সরকারের এত গোয়েন্দা বাহিনী আছে, এত শক্তি আছে; তাহলে আবার কী করে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এর সঠিক কারণ দেশের জনগণ জানতে চায়। শুধু তাই নয়, জনগণ বলাবলি শুরু করেছে যে, ভারত সফরকে সামনে রেখে এগুলো করানো হচ্ছে কি না?’

ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তাহলে কি আমাদের প্রতিরক্ষা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। প্রতিরক্ষা হুমকি কোন দিক থেকে আছে, তা দেশের জনগণ জানে না। যদি আমাদের স্বাধীন-সার্বভৌম হিসেবে নিজেদের রক্ষা করার সামর্থ্য থাকে তাহলে অন্য দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা কীসের প্রয়োজন?’

আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে দেশের জনগণ গ্রহণ করেছে, এ দাবি করে প্রাক্তন এই মন্ত্রী বলেন, ‘আজকে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ইতিহাস বিকৃত করে জাতিকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়