ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচন কমিশন ব্যর্থ : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন কমিশন ব্যর্থ : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, তবুও শেষ পর্যন্ত ভোটে থাকবে তার দল।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘ক্ষমতাসীন সরকারের মুখোশ উন্মোচন করতে শত প্রতিকূলতার পরও বিএনপি কুসিক নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব থেকে সরে গিয়ে সরকারি দলের ইচ্ছা পূরণের জন্য কাজ করছে। সেখানে শান্তিপূর্ণ নির্বাচনের কোনো লক্ষণ দেখা যায়নি। আমরা সেখানে লক্ষ্য করেছি শাসক দলের সন্ত্রাস, ভোটদানে বাধা ও পোলিং এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা ঘটছে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের কাছে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভোট গ্রহণ চলাকালে বেশিরভাগ কেন্দ্র থেকে বিএনপির নেতা-কর্মী, সমর্থকদের বিভিন্নভাবে হয়রানির খবর পাওয়া যাচ্ছে। অনেক কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেয়নি। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ক্যাডাররা সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের ভোট দানে বাধার সৃষ্টি করছে।’

নৌকার প্রার্থীর লোকেরা এলাকায় এলাকায় মহড়া দিচ্ছে অভিযোগ করেন বিএনপির এই নেতা বলেন, ‘ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের ভোট কেন্দ্রে যাওয়ার বিশেষ পাশ দেওয়া হলেও তাতেও কোনো কাজ হচ্ছে না। বাহিরে লম্বা লাইন থাকলেও ভোট কাস্টিং যাতে কম হয় সেজন্যই এই ব্যবস্থা করছে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবিত করার জন্য এর আগের রাতে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।

ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে গ্রেপ্তার করা হলেও পুলিশ অস্বীকার করছে অভিযোগ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তাকে বিনা কারণে গ্রেপ্তার ও অস্বীকার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির  করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়