ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘ছাত্রলীগে কোনো পকেট কমিটি হবে না’

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ছাত্রলীগে কোনো পকেট কমিটি হবে না’

জবি প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগে কোনো পকেট কমিটি হবে না।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ছাত্রলীগে কোনো গ্রুপিং থাকবে না। সোহাগ-জাকিরের কোনো গ্রুপ নেই এবং থাকবে না। গ্রুপিং করে কেউ নেতা বানাতে পারবে না। যোগ্যতা দিয়ে নেতা হতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। ছাত্রলীগকে মানবতার জন্য কাজ করতে হবে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বিদ্রোহীদের কোনো ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনার স্পষ্ট মেসেজ রয়েছে। যে কোনো নির্বাচনে বিদ্রোহীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। কেউ বিদ্রেহী হলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে। কোনো অপকর্ম মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে পত্রিকার পাতায় চাঁদাবাজির খবর আসে। আমাদের সরকারের এতো উন্নয়ন এতো অর্জন সব ম্লান হয়ে যায়। এরাই আমাদের ভালোটুকুই নষ্ট করে দিচ্ছে। এসব কালোপাহাড়ের মতো দানবের অস্তিত্ব রাখা হবে না। তারা যতই শক্তিশালী হোক না কেন।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক ও উগ্রবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য জঙ্গিবাদী কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে। এসব করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না এবং সরকারের লক্ষ্যে থেকে সরানো যাবে না।’

তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য হাত তুলে শপথ করিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদীদের চেয়ে মাদক কম ক্ষতিকর নয়। তরুণদের সম্ভবনাময় জীবনকে শেষ করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদ জাকির হোসাইনসহ কেন্দ্রীয় ছাত্রলীগ এবং জবি ছাত্রলীগের প্রাক্তন নেতারা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/আশরাফুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়