ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিপিএলে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিপিএলে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি

ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করছেন জাতীয় দলের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক : চলছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বাদে জাতীয় দলের সব ক্রিকেটার লিস্ট ‘এ’ মর্যাদাসম্পন্ন এই টুর্নামেন্টে খেলছেন।

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হচ্ছেন। বিসিবি সেভাবেই ম্যাচ আয়োজন করছে। ফ্ল্যাট উইকেট তৈরি করে ব্যাটসম্যানদের অভ্যস্ত করছে। পাশাপাশি বোলারদেরও পরীক্ষায় ঠেলে দিয়েছে। জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়ে সন্তুষ্ট।

বুধবার মিরপুর শের-ই-বাংলায় খালেদ মাহমুদ বলেন, ‘প্রিমিয়ার লিগে ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, এটা ভালো। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ছে। বোলাররাও শিখতে পারছে। তাদের জানতে হবে কীভাবে ফ্ল্যাট উইকেটে বোলিং করতে হয়, ইয়র্কার কীভাবে ব্যবহার করতে হয়, স্লগ ওভারে কেমন বোলিং হওয়া উচিত। ব্যাটসম্যানরা বোলিংয়ের ধরন বুঝে খেলছে।’

আইসিসি ইভেন্টের ম্যাচগুলো ফ্ল্যাট উইকেটে অনুষ্ঠিত হয়। ঢাকা প্রিমিয়ার লিগে প্রায় একই উইকেট তৈরি করে ক্রিকেটারদের অনুশীলনের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে বিসিবি।

আগামী ২৬ এপ্রিলের আগে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে হবে বিসিবিকে। দল প্রায় চূড়ান্ত। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে খুব একটা পরিবর্তন আসছে না। খালেদ মাহমুদও এমনটাই জানালেন, ‘আমাদের ওয়ানডে দলটা তো প্রস্তুতই। খুব বেশি পরিবর্তন আনার তো দরকার নাই। কম্বিনেশন তো মোটামুটি করাই আছে। ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে। নতুন মুখের খুব বেশি সম্ভাবনা নাই। ইংল্যান্ডের মতো জায়গায় খেলা, সুতরাং অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ।’

চ্যাম্পিয়নস ট্রফির মূল মঞ্চে মাঠে নামার আগে ভারত ও পাকিস্তানে বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও অংশ নিবে বাংলাদেশ। সেখানে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব-মুশফিকরা। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দারুণভাবেই নিচ্ছে বাংলাদেশ।

ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো করছেন। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ ফর্মে আছেন। বোলিংয়েও দ্যুতি ছড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা,  রুবেল হোসেন। ঘরোয়া ক্রিকেটের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী করে তুলছে ক্রিকেটারদের। এমনটাই জানান খালেদ মাহমুদ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়