ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপি ছাড়া নির্বাচন হবে না : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি ছাড়া নির্বাচন হবে না : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না।

আর এজন্য পরিবেশ তৈরি করে বিএনপিকে নির্বাচনে আনতে চেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। দলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীসহ সকল গুম-খুনের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে কীভাবে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন। নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপিকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’

আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিছিন্ন হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা মনে করছে বিরোধিতাকারীদের যদি স্তব্ধ করা না যায়, তাহলে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তাই অত্যাচার নির্যাতন-নিপীড়ন, গুম-খুন গ্রেপ্তার করে বিরোধীদলকে স্তব্ধ করার মাধ্যমে অনৈতিক-অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে সরকার।’

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরকে ‘সর্ম্পূণ ব্যর্থ’ সফর অভিহিত করে তিনি বলেন, ‘তিনি সেখানে শুধু দিয়ে এসেছেন, বিনিময়ে কিছুই নিয়ে আসতে পারেননি। এই সফরে এ দেশের মানুষ কী পেয়েছি তা জানি না। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রমাণ হয়ে গেছে-যা চেয়েছি তা পাইনি।’

প্রতিবন্ধীদের সম্মেলনে যোগ দিতে ভুটানে প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘তিনি তো দেশের রাজনীতিকে পুরোপুরি প্রতিবন্ধী করে রেখেছেন সেদিকে কোনো খেয়াল নেই।’

ভবিষ্যত আন্দোলনে নেতাকর্মীদের বিভদে ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘নতুন কমিটি হচ্ছে, হয়েছে। ঐক্যবদ্ধভাবে সংগঠিত হোন। রাজনৈতিকভাবে সংগঠিত হন এবং সংগঠনের শক্তি বাড়ান। বিশেষ করে ঢাকা মহানর বিএনপির যে নতুন কমিটি হয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রতিটি মহল্লায় মহল্লায় কমিটি গঠনের মাধ্যমে বিএনপির দুর্গ গড়ে তুলুন।’

বিএনপির সহ প্রচার সম্পাদক আলীমুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের সহ-সভাপতি এমজল হোসেন পাইলট বক্তব্য রাখেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়