ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দক্ষিণ এশিয়ায় অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম গড়ার আহ্বান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ এশিয়ায় অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম গড়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘নেচার, কালচার, অ্যাডভেঞ্চার দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্নতা দিয়েছে, তাই ট্যুরিস্ট ডেসটিনেশন হিসেবে এ রিজওনকে প্রমোট করত অভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিরবচ্ছিন্ন ক্যাম্পেইন করতে হবে।’

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ, ভারতে, ভুটান, নেপাল, শ্রীলংকা ও মিয়ানমারের সমন্বয়ে গঠিত পর্যটন সংস্থা ‘উই এশিয়া’ এর লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘এ জন্য বৈদেশিক নীতি, ভিসা প্রক্রিয়া যেমন পর্যটক বান্ধব হতে হবে তেমনি স্বল্প খরচে, স্বাচ্ছন্দ্যে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব বিবেচনায় এখনই সময় এ উদ্যোগ গ্রহণের।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘এ অঞ্চলের মানুষ অভিন্ন আবেগ, অনুভূতিকে ধারণ করে, রাজনৈতিক সীমানা এ আবেগকে আটকাতে পারে না।’

পশ্চিমবঙ্গের এই পর্যনট মন্ত্রী আরো বলেন, ‘সারা বিশ্ব এখন এক ও অখণ্ড। তাই এ অঞ্চলের দেশগুলোকে যেকোনো সফল উদ্যোগ বাস্তবায়নে এক সঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, জার্নপ্লাসের তৌফিক রহমান, উই এশিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি সত্য প্রদ দেব প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়