ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আদালত-প্রশাসনে প্রভাববিস্তার করছে সরকার’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আদালত-প্রশাসনে প্রভাববিস্তার করছে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় সাজা দিতে সরকার আদালত-প্রশাসনসহ সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত করতে উঠেপড়ে লেগেছে। আইন-আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনি প্রভাব বিস্তারে মেতে উঠেছে সরকার শুধু নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য।’

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোকাদ্দেম হোসেন সজল, এহসানুল কবির রিপন, আবদুল মতিনসহ ২৫ জনকে দ্রুত বিচার আইনে পাঁচ বছরের সাজা দেওয়ার ঘটনায় এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

ছাত্রদল নেতাদের সাজা দেওয়া ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি সমঝোতা স্মারক ও বিভিন্ন চুক্তি নিয়ে দেশবাসীর তীব্র ক্ষোভ, হাওরে ক্ষতিগ্রস্ত মানুষদের আহাজারি এবং গুম, খুন ও বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাসহ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঢাকতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় সাজা দিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে সরকার।’

সরকার এখন দেশব্যাপী পাইকারি হারে গ্রেপ্তার করছে দাবি করে তিনি বলেন, ‘দেশ উচ্ছন্নে যাক, কিন্তু বিরোধী দলকে নানাভাবে নানা কায়দায় দমন করে ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখাই এখন সরকারের নিকট খুবই জরুরি হয়ে পড়েছে বলে তারা মনে করে। আর তারই নিষ্ঠুর বহিঃপ্রকাশ ঘটলো ২৫ জন নেতা-কর্মীকে সাজা প্রদানের মধ্য দিয়ে।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার ক্রমাগতভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই জুলুম-উৎপীড়নের পন্থা অবলম্বন করে একের পর এক গণবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু গণতন্ত্র পুনরুজ্জীবনের আন্দোলনে অংশগ্রহণরত বিএনপিসহ কোনো নেতা-কর্মীকে স্বৈরাচারের নির্দেশে সাজা প্রদান করে তাদের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করা যাবে না। বরং এতে তাদের সংগ্রামী চেতনা আরো বেশি শাণিত হবে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে ওই ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের সাজা বাতিলের জোর দাবি জানান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়