ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাওরে বিএনপির ত্রাণ তৎপরতায় বাধার অভিযোগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাওরে বিএনপির ত্রাণ তৎপরতায় বাধার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দিতে গিয়ে বিএনপির নেতারা সরকারের সমর্থকদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

দুর্গত মানুষদের সরকারি ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের শুক্রবার সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করার কথা ছিল। বিএনপির জাতীয় ত্রাণ কমিটি সুনামগঞ্জে যাওয়ার প্রস্তুতি নিলে প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির প্রতিনিধিদলের সফর বানচাল করে দেয়।’

তিনি আরো বলেন, ‘জরুরি পরিস্থিতিতে মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কোনো অজুহাত তুলে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের বা সংগঠনের ত্রাণ তৎপরতায় বাধা দেওয়া একদলীয় দুঃশাসনেরই বহিঃপ্রকাশ।’

সুনামগঞ্জের উপদ্রুত এলাকায় যে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে সরকারের নিষ্ক্রিয়তায় সেটি আরো দুর্বিষহ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোতে সরকারের তরফ থেকে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘সেখানে বিপন্ন মানুষগুলোর কাছে পৌঁছায়নি সরকারের কোনো সহায়তা। ফসলহারা নিরন্ন ক্ষুধার্ত মানুষ নিরাশ হয়ে খালি হাতে ঘরে ফিরছেন। সামান্য চাল বা আটার জন্য হাহাকার চলছে।’

সরকার সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও ত্রাণ তৎপরতা চালাতে বাধা দিচ্ছে, এ অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই মহাদুর্যোগময় পরিস্থিতিতে হাওর প্রকল্পের মহাপরিচালকসহ নয়জন কর্মকর্তা বর্তমানে বিদেশে আছেন। সুতরাং মানুষের অসহায় অবস্থাকে নিয়ে সরকার যে উপহাস ও তাচ্ছিল্য করছে সেটি আজ সকলের কাছে স্পষ্ট।’

হাওর এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে দেশের সবাইকে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রুহুল কবির রিজভী।




রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়