ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাসনকে দীর্ঘায়িত করতে মামলা : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাসনকে দীর্ঘায়িত করতে মামলা : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের রাজনীতিকে বিরোধীদল শূন্য করে শাসন দীর্ঘায়িত করতে সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিরোধী নেতাদেরকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন নিপীড়নের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষই হচ্ছে দেশকে বিরোধীদল শূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। আর সেটিরই আরো একটি নিষ্ঠুর বহিঃপ্রকাশ ঘটল বরকত উল্লাহ বুলুর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের মধ্য দিয়ে।’

তিনি অবিলম্বে বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়