ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

হাছান মাহমুদের সমালোচনায় রিজভী

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাছান মাহমুদের সমালোচনায় রিজভী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রাক্তন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনায় মুখর হয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ নেতাদের ‘পেশাদার মিথ্যাবাদী’ উল্লেখ করে বলেছেন, ‘সরকারের লোকেরা চোখে পট্টি লাগিয়ে কথা বলে। তারা ডাহা মিথ্যাকে সত্য বানিয়ে ফেলে। আবার ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে ফেলে। তাদের মধ্যে হাছান মাহমুদ একজন শিক্ষিত মিথ্যাবাদী। এখন আর কেউ তাদের কথা বিশ্বাস করে না।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাঈদ হাসান মিন্টু মুক্তি পরিষদ’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক সাঈদ হাসান মিন্টুর মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিএনপির এ প্রবীণ নেতা বলেন, ‘চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত। পুলিশ ও হাছান মাহমুদের বক্তব্যে সেটিই প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের চিহ্ন থাকলে বিএনপির মহাসচিবসহ সিনিয়র নেতাদের ওপর হামলা করতে পারত না।’

আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করছে জানিয়ে রিজভী বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের গুম, খুন, হত্যা নির্যাতন করে আওয়ামী যে মানবতাবিরোধী অপরাধ করছে তার প্রতিশোধ জাতীয়তাবাদী শক্তি নেবেই। বাংলার মাটিতে তাদের বিচার হবেই। যদি এ সরকারের অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখে গ্রেপ্তার বাণিজ্য বন্ধ না করে তাহলে জেলের তালা ভাঙার কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি। শুধু মানববন্ধন করলে এ সরকারের টনক নড়বে না।’

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়