ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘হামলার পরিণাম শুভ হবে না’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হামলার পরিণাম শুভ হবে না’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর পরিণাম কখনো শুভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরে রাখতেই এই আক্রমণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুইডেনে এক অনুষ্ঠানে বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ করেছেন। তার একদিন পরেই মির্জা ফখরুলের গাড়ি বহরে এই আক্রমণ। এই আক্রমণই প্রমাণ করে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর গাড়িবহরে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

সরকার কিছু দিন আগে তাকে জামা খুলে পিটিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পিটিয়েছে। যারা মির্জা ফখরুলকে পিটিয়েছে তাদেরকে নিয়েই আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ মাটি কাটার নাটক মঞ্চায়িত করেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম সরকারের এই অনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে তদন্ত করে কোনো ব্যবস্থা নেবে। কিন্তু তা তিনি না করে সময়ক্ষেপণ করছেন।’

বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘প্রয়োজন হলে আমরা প্রতিটি গ্রামে গিয়ে গ্রামবাসীকে নিয়ে এই অবৈধ সরকারের ভোট চুরি ঠেকিয়ে প্রতিবাদ করব।’

বিএনপি নেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, জিয়া নাগরিক ফোরামের (জিনাফের) সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়